Breaking

Wednesday, 26 September 2018

Sarkari sujog subidha,Bank o annanno khetrea Aadhaar badhdhotamulok noy - Janalo Suprim court |সরকারি সুযোগ সুবিধা, ব্যাংক ও অন্যান্য ক্ষেত্রে আধার(Aadhaar)বাধ্যতামূলক নয়-জানাল সুপ্রিম কোর্ট

Sarkari sujog subidha,Bank o annanno khetrea Aadhaar badhdhotamulok noy - Janalo Suprim court

সরকারি সুযোগ সুবিধা, ব্যাংক ও অন্যান্য ক্ষেত্রে আধার(Aadhaar)বাধ্যতামূলক নয়-জানাল সুপ্রিম কোর্ট


আধার(Aadhaar) নিয়ে সুপ্রিম কোর্টে মুখ থুবরে পড়লো কেন্দ্র। প্রায় প্রতিটা ক্ষেত্রে আধার(Aadhaar) কার্ড বাধ্যতামূলক করেছিল কেন্দ্র কিন্তু কিছু কিছু ক্ষেত্রে  তা অসাংবিধানিক বলে জানিয়েছে শীর্ষ আদালত। তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তুলে আধার গোপনীয়তার অধিকার নিয়ে প্রায় 27 টি মামলা দায়ের হয় শীর্ষ আদালততে। তবে কেন্দ্রের আধার কার্ড এর  প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে শীর্ষ আদালত। মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট  আধার নিয়ে যেসব শুনানি দিয়েছে তা নীচে দেওয়া হল।
 আধার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ
*ব্যাংক, মোবাইল ও ও অন্যান্য ক্ষেত্রে আধার(Aadhaar) বাধ্যতামূলক নয়।

*সরকারি যেকোনো সুযোগ সুবিধার পেতে আধার(Aadhaar) বাধ্যতামূলক নয়।

*প্যান কার্ডে আধার(Aadhaar) লিঙ্ক বাধ্যতামূলক।

*কোনো বেসরকারি সংস্থা কোনো পরিষেবা প্রদান এর বিনিময়ে আধার(Aadhaar) নিতে পারবে না।Biometric এ তথ্য মিলিয়ে পরিচয় যাচাই করা বাধ্যতামূলক নয়।

*আধার(Aadhaar) না থাকার শর্ত দেখিয়ে কোনো শিশুর সুযোগ সুবিধা বন্ধ করা যাবে না।

*স্কুলে ভর্তি ও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আধার(Aadhaar) বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত।

*অবৈধ অনুপ্রবেশকারী যাতে আধার (Aadhaar) কার্ড বানাতে না পারে তার জন্য  কেন্দ্রকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে বলেছে দেশের শীর্ষ আদালত।

*আধার(Aadhaar) যে সাংবিধানিক ভাবে বৈধ, আধারে এমন কিছু নেই যাতে জনগণের গোপনীয়তা ছিন্ন হতে পারে, তা জানিয়েছে শীর্ষ আদালত।

Photo source - Google 

No comments:

//