2 বছরের Birthday সেলিব্রেশনে গ্রাহকদের free তে ডেটা প্রদান করার কথা ঘোষণা করলো Network প্রদান কারি সংস্থা Reliance Jio. এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 8GB ডেটা সম্পূর্ণ free তে প্রদান করা হবে Jio-র প্রত্যেক গ্রাহকে যা আজ থেকে 11th September পর্যন্ত vaild থাকবে। প্রতিদিন extra 2GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটির নাম দেওয়া হয়েছে "Jio Celebration pack".
গ্রাহক চাইলে Jio app থেকে এই প্ল্যান চালু করতে পারেন। তবে আপনার My Jio app টির নুতন Update version থাকতে হবে।
প্রথমে আপনাকে My Jio app টি open করে নিতে হবে, তারপর Jio app এর মধ্যে My Plans অপশনে যেতে হবে, সেখান থেকেই আপনি আপনার Jio Celebration pack টি Active করে নিতে পারবেন।
তবে সংবাদমাধ্যমটি থেকে আরো জানি গিয়েছে যে October মাসে ফের এই offer টি আসতে পারে।
No comments:
Post a Comment