How to make voter id card online |
আমার, আপনার অর্থাৎ প্রত্যেক নাগরিকের কাছে voter id card একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র, যা প্রায় সর্বক্ষেত্রে(official work) ব্যবহৃত হয়।কিন্তু এই voter id card হারিয়ে গেলে পুনরায় তৈরি করতে কিংবা অন্য জায়গায় transfer করতে হলে আমাদের প্রত্যেকে ব্যাপক হয়রাণ হতে হয়। কিন্তু আমাকে , আপনাকে অর্থাৎ প্রত্যেককে যাতে আর হয়রাণ হতে না হয় তাই নির্বাচন কমিশন নিয়ে এলো এক বিশেষ সুবিধা, যাতে করে আপনি এখন খুব সহজেই ঘরে বসে voter id card তৈরি, voter id card transfer, voter id card exchange সমস্ত কিছু করা যাবে online এর মাধ্যমে।
How to make voter id card online, mentioned below,
কিভাবে voter id card online বানাবেন, নিচে দেওয়া হল :
Step1. প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের website এ যেতে হবে।
Website-http://www.nvsp.in
Website-http://www.nvsp.in
home page of nvsp |
Step2. Website এ গিয়ে আপনাকে click করতে হবে "Apply online for registration of new voter/due to shifting from ac" option এ।
Step3. তারপর আপনাকে 6 no. ফর্ম fill up করতে হবে । এখানে আপনি আপনার ইচ্ছে মতো ভাষা নির্বাচন করতে পারবেন।
(***note***ফর্ম fill up ভুল হলে আপনার voter id card এ তাই আসবে, সুতরাং ফর্ম fill up একটু যত্ন সহকারে করুন)
(***note***ফর্ম fill up ভুল হলে আপনার voter id card এ তাই আসবে, সুতরাং ফর্ম fill up একটু যত্ন সহকারে করুন)
Step4. ফর্ম fill up এর সময়ে আপনাকে কিছু documents আপলোড করতে বলা হবে, যা হলো আপনার ছবির স্ক্যান কপি,birth proof আর Address proof.
Step5. এবার আপনার আবেদনটি সম্পূর্ণ হলে ইলেকশন কমিশনের অফিসার আপনার আবেদনটি verify করবেন, যদি verify successful হয় তবে আপনার voter id card পোস্ট অফিস এর মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে।
also read.....
also read.....
Govt Jobs 2018 huge Recruitment in Health Department of Westbangal
এই ভাবে খুব সহজেই আপনি আপনার voter id card online এ বানাতে পারবেন।
আর্টিকেলটি যদি সত্যিই helpful মনে হয় তবে জনস্বার্থে share করে সকলকে জানার সুযোগ করে দিন।
ধন্যবাদ।
1 comment:
Wow! This article is great! – I learn something new everyday! Thank you! If you don’t mind, I’d like to reference this post on my blog. I will link back to this post. Thanks again! fake passport
Post a Comment