Breaking

Thursday, 13 September 2018

Indian cricket team new coach | Virat Kohli der nutun coach niyog

বিরাট কোহলিদের  নতুন কোচ নিয়োগ
বিরাট কোহলিদের  নতুন কোচ নিয়োগ। Indian cricket team new coach

ইংলিশ সফরে টানা বিপর্যয়ের পর, ভারতীয় ক্রিকেট মহলের তথ্য অনুযায়ী BCCI বিরাট কোহলিদের জন্য নতুন কোচ নিয়োগ করলো। ইংলিশ সফরে ব্যর্থ হবার পর সমালোচকদের নানা সমালোচনায় আক্রান্ত হতে হচ্ছে বিরাট কোহলি(Virat Kohli) ও তার টিমকে। এই পরিস্থিতিতে BCCI নতুন সহকারী ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করলো শ্রীলঙ্কান সেনেভিরাত্নেকে। তিনি শীঘ্রই সংযুক্ত আরব আমির শাহিতে হতে চলা এশিয়া কাপে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। 
আগামী বছর বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। এই শ্রীলঙ্কান সেনেভিরাত্নে প্রায় দশ বছরের বেশি সময় ধরে কোচিংয়ে যুক্ত। তিনি জাতীয় দলের হয়ে ও কোচিং এর দ্বায়িত্ব সামলেছেন। তিনি ভারতীয় দলে যোগ দেওয়ায় নিশ্চয়ই ভারতীয় দলের ফিল্ডিং আরও উন্নত হবে। বাকিটা সময়ের কাছে জানা যাবে। ভারতের মূলত স্লিপ ফিল্ডিং এ সমস্যা ইংল্যান্ড সফরে কিছু গুরুত্বপূর্ণ স্লিপ ক্যাচ ছাড়ার ফলে ভারতকে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে। এখন দেখা যাক নতুন ফিল্ডং কোচ নিয়োগে ভারতের স্লিপ ফিল্ডিং কতটা উন্নতি হয়, বাকিটা সময়ের উপর ছেড়ে দেওয়া যাক।

Read more...

How to make voter id card online?Bangla

History of IPL |IPL er Etihash

 



No comments:

//