Breaking

Tuesday, 18 September 2018

Fer pichyea gelo School Service Commission Sikkhok niyog pokriya, beaniyom er abhijog |ফের পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া , বেনিয়মের অভিযোগ

ফের পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
ফের পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া , বেনিয়মের অভিযোগ
Westbangal School Service Commission 

দীর্ঘ প্রতীক্ষার পর ও নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফের জটিলতার মুখে।মেধা তালিকা ছাড়া নিয়োগ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে ভৎসনার শিকার Westbangal স্কুল সার্ভিস কমিশন। ফলে ফের পিছিয়ে গেল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।সম্প্রতি   স্কুল সার্ভিস কমিশন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছিল, কিন্তু তাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ ছিল ।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কমিশনকে প্রশ্ন করলে SSC এর নিয়োগ সংক্রান্ত  আইনকে অগ্রাহ্য করে মেধা তালিকা ছাড়া কিভাবে শিক্ষক নিয়োগ সম্ভব? কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মেধা তালিকা পেশ করতে পারেনি হাইকোর্টে।
সুতরাং হাইকোর্টের তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয় সমস্ত নিয়ম মেনে মেধা তালিকা তৈরি করতে হবে, যা আগামী তিন সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে।
ফলে 12,600 শূন্য পদে শিক্ষক নিয়োগ ফের পিছিয়ে গেল।
2016 সালে 1st অক্টোবর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় রাজ্য স্কুল সার্ভিস কমিশন

No comments:

//