Breaking

Tuesday, 2 October 2018

Eabar Facebook khuje debea dating partner |এবার Facebook খুঁজে দেবে ডেটিং(Dating)পার্টনার , Facebook Dating app coming soon!

Eabar Facebook khuje debea dating partner |এবার Facebook খুঁজে দেবে ডেটিং(Dating)পার্টনার
এবার Facebook খুঁজে দেবে ডেটিং(Dating)পার্টনার , Facebook Dating app coming soon!
Facebook 

বর্তমানে Facebook সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বিশেষ স্থান দখল করছে। শহর থেকে গ্রাম প্রায় সকলেই এখন Facebook এর সঙ্গে যুক্ত,যোগাযোগ মাধ্যম হিসেবে Facebook এখন সবার প্রিয়।তাই Facebook তার প্রিয় গ্রাহকদের  এবার মনের মানুষ খুঁজে দেবার জন্য Facebook এর মূল app এ ডেটিং ফিচার যুক্ত করতে চলছে।এই নুতন app টির নাম রাখা হয়েছে 'Facebook ডেটিং(Dating)' যা ইতিমধ্যেই কলম্বিয়াতে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়ে গেছে।
গতবছর এক কনফারেন্স মিটিং এ Facebook এর তরফে এই ডেটিং app এর কথা ঘোষণা করা হয়।

এই ডেটিং(Dating)app ব্যবহার এর কিছু নিয়ম

  • এই ডেটিং(dating) app ব্যবহার এর করতে হলে বয়স 18 বা তার বেশি হতে হবে। 
  • এটা শুধু মাত্র mobile phone এ ব্যবহার করা যাবে। 
  • এই app বিনামূল্যে ব্যবহার করা যাবে। 
  • এটি Facebook এর মূল app এর মধ্যে একটি অংশ হিসেবে থাকবে।

Facebook এর এক আধিকারিক এক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে জানান যে, Facebook এ তারা অনেকদিন যাবৎ ডেটিং (Dating) লক্ষ্য করছিলেন, তাই তারা ডেটিংকে (Dating) সহজ ও সুবিধাজনক করতে Facebook ডেটিং(Dating)app নিয়ে আসতে চলেছে যাতে গ্রাহকরা Facebook এর মধ্যেই Dating app ব্যবহার করে ডেটিং(dating) পার্টনার খুঁজে নিতে পারেন খুব সহজেই।
তাহলে এবার থেকে আপনাকে আর আলাদা করে Happn,Bumble, Tinder এর মতো জনপ্রিয় ডেটিং(Dating) apps download এর প্রয়োজন নেই আর এই সব ডেটিং(Dating) এর থেকে অনেকটাই আলাদা ও সহজলভ্য এই Facebook ডেটিং(Dating) app.
Read more 
তথ্য চুরি, ফের Hack Facebook account, তবে জেনে নিন আপনার Facebook account hack হয়েছে কি না ?

No comments:

//