![]() |
No Girlfriend |
প্রায়শইঃ দেখা যায় যে ভালো ভদ্র ছেলে দের প্রেমিকা বা গার্লফ্রেন্ড(Girlfriend) থাকে না।ভদ্র ভালো ছেলেদের কিছু বৈশিষ্ট্য এরা কারো সঙ্গে খারাপ ব্যবহার করে না, পড়াশুনায় ভালো, সহজ সরল, কেরিয়ার নিয়ে সচেতন ইত্যাদি এই সব ভদ্র 100% ছেলেদের মধ্যে প্রায় 95% ছেলের ছেলের কপালে প্রেমিকা জোটে না। আর জুটলেও সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। তবে আজকের এই লেখায় জেনে নেওয়া যাক আসলে কেনো ভদ্র ভালো ছেলেদের প্রেমিকা থাকে না।
ভদ্র ভালো ছেলেদের কেন প্রেমিকা বা গার্লফ্রেন্ড(Girlfriend)থাকে না?
- কেরিয়ার নিয়ে সচেতন :বেশির ভাগ ভালো ছেলেই তারা তাদের কেরিয়ার নিয়ে এতোটা সচেতন থাকে যে এসবের মাঝে তাদের প্রেম হারিয়ে যায়।
- মায়ের কথা মেনে চলা: বেশির ভাগ ভালো ছেলেই তারা তাদের মা কে জীবনে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে, তারা তাদের জীবনের প্রায়শইঃ সিদ্ধান্তে মা কে সামিল করে। তাই এই ব্যাপারটি অনেক মেয়ে পছন্দ করে না। এই কারণেও ভালো ছেলেদের জীবন থেকে প্রেমিকা হারিয়ে যায়।
- সহজ সরল :ভালো ছেলেরা অত্যধিক সহজ সরল হওয়ায় তাঁরা মিথ্যে বলতে পারে না।প্রেমের সম্পর্কে একটু নিজের সমন্ধে বাড়িয়ে বলা, হিরো হিসাবে উপস্থাপন করা, নিজের সমন্ধে একটু বেশি করে বলা ইত্যাদি মিথ্যে কথা বলতেই হয় তা নাহলে প্রেমটা জমে না। কিন্তু ভালো ছেলেরা সহজ সরল হওয়ায় তাঁরা মিথ্যে বলতে পারে না। ফলে তারা মেয়ে ও পটাতে পারে না।
- বোরিং :মেয়েদের আবার একটু বেশি ইন্টারেস্টিং ছেলে পছন্দ যারা মজার মজার কথা বলতে পারে কিন্তু ভালো ছেলেরা মজার মজার কথা বলতে পারে না। তাই ভালো ছেলেরা মেয়েদের কাছে বোরিং বলে মনে হয়। আর বোরিং ছেলে দের মেয়েরা একদম পছন্দ করে না।
- কৌশল :প্রেম শুরুর আগে মেয়েদের প্রেমের ফাদে ফেলতে হলে কৌশল জানতে হয়। কিন্তু ভালো ছেলেরা কৌশল একদম করতে পারে না তাই তারা মেয়ে ও পটাতে পারে না।
- পরিচিতি এর পরিধি কম :ভালো ছেলেরা কারো সঙ্গে আগ বাড়িয়ে কথা বলাটা একদম পছন্দ করে না। সে কোন মেয়ে হোক বা অপরিচিত কেউ, এরা সবসময় নিজেদের মধ্যে গুটিয়ে থাকে, তাই তাদের পরিচয়ের পরিধি ও হয় স্বল্প পরিসর তাই তাদের প্রেমিকা ও জোটে না।
No comments:
Post a Comment