Breaking

Tuesday, 20 November 2018

গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism

গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism

   
গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism
Gosanimari Tourism
পর্যটন প্রসারে হোর্ডিং  ব্যানার দিয়ে সরকার অনেক প্রচার ই করছে, কিন্তু কোথাও কোথাও কিছুটা খামতি হয়তো থেকেই গেছে বলে আজকের এই প্রতিবেদন -  কোচবিহার জেলার দিনহাটা মহকুমার এক প্রান্তিক গ্রাম গোসানীমারি, রাজ্ আমলের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য এই এলাকাকে উত্তবঙ্গের অনেকেই চেনে ,সেই গোসানিমারীর রাজপাট সন্নিহিত অঞ্চলে  দৈনন্দিন কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে পুরোনো দিনের কিছু দুষ্প্রাপ্য সামগ্রী পাওয়া গেছে, এরকমটা নতুন নয়, মাটি খুঁড়তে গিয়ে নতুন কিছু পাওয়া এ এলাকায় মাঝে মধ্যেই ঘটে  থাকে কোনটা মিডিয়ায় প্রচারে  আসে কোনটা হয়তো না। রাজপাট এই বিস্তর   এলাকা জুড়ে খনন কার্য  চালালে উত্তরের পর্যটন মানচিত্রে এক নতুন পালক যুক্ত হবে, কিন্তু কোথায় সেই খনন কার্য,??এলাকার লোকেদেরই অভিযোগ ,
এছাড়াও রাজপাটের অনতিদূরে শালবাগানে হরিণ পার্ক বানানোর কথা শোনা গেলেও এমনকি প্রাথমিক একপ্রস্থ কাজ হবার পরেও তা থমকে যায়।পর্যটন এর প্রসারে গোসানিমারী ও তার  পার্শ্ববর্তি অঞ্চলে পরিকল্পনামাফিক কাজের মাধ্যমে জায়গাটিকে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে প্রতিষ্ঠিত জায়গা দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। 

  সম্ভবনাময় জায়গা গুলো

          1.রাজপাট,
        
গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism
রাজপাট 

          2. মাসানপাট, 

  
গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism
মাষানপাট

          3. কামতেশ্বরী মন্দির,

গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism
কামতেস্বরী মন্দির 

          4.প্রাচীন শালবাগান,

গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism
শালবাগান

          5.মানসাই নদীর চরে কৃত্রিম জলাশয়,

     
গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism
মানসাই নদীর চরে কৃত্রিম জলাশয়

          6.ডুমিনির  পাট, 

গোসানীমারীর পর্যটন সম্ভবনা ।The Possibility of Gosanimari Tourism
ডুমিনির পাট 

          7. কোদাল ধোয়ার পদ্নপুকুর,
          8. রাজ আমলের টাকশাল,
          9.নটবড় ধাম,
শুধু পর্যটনের বিকাশ ই নয়, স্থানীয় লোকজনও এর মাধ্যমে অর্থনৈতিক ভাবে উপকৃত হবে বলে অভিমত।
শেয়ার করুন । 
Read more....
Name history of Gosanimari,গোসানীমারী নাম সৃষ্টির কারণ|Gosanimari, West Bengal 

History of Kamteswari temple |Gosanimari kamteswari Mondir Potisthar mul karon


 

No comments:

//