Sim Card কিনবেন? তবে জেনে নিন নুতন নিয়ম
New Sim card buy rules.

Sim card

নুতন Sim card কেনার জন্য পুরোনো নিয়মের পরিবর্তন আনলো টেলিকম Deperment.সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে যে Sim Card নেওয়ার জন্য আধার number বাধ্যতামূলক নয়। এই ঘোষণার পরে টেলিকম অপারেটর গুলি তাদের নুতন KYC system চালু করেছে। Sim card নেওয়ার নুতন নিয়ম বিস্তারে জানিয়েছে টেলিকম Deperment.
নুতন নিয়মাবলি
1.Sim card কেনার জন্য গ্রাহককে Service Provider এর দোকানে পরিচয় ও ঠিকানার প্রমাণ সহ স্বশরীরে উপস্থিত থাকতে হবে।
2.Service Provider এর দোকানে গ্রাহকের লাইভ ছবি নেওয়া হবে। সেখানে water মার্ক হিসাবে ফর্ম নাম্বার উল্লেখ থাকবে।
3.গ্রাহকের যে সব নথিতে QR code থাকবে সেই সব QR code scan করে নেওয়া হবে। সেক্ষেত্রে আলাদা করে আর ফর্ম fillup এর প্রয়োজন হবে না।
4.নথির প্রাপ্তি স্বীকারের জন্য গ্রাহকের অন্য Number - এ বা পরিবারের কারও number এ OTP(one time password) যাবে, এটিকে নথির প্রাপ্তি স্বীকার হিসেবে গ্রহণ করা হবে। এর পরেই অপারেটর এর সমস্ত নথি যাচাই Complete হওয়ার পর Sim Card চালু হবে।
5.Sim চালু হওয়ার পর নির্দিষ্ট number এ
Call করে verify করতে হবে।
Call করে verify করতে হবে।
6.একই নথি ব্যবহার করে দিনে দুটি Sim Card নেওয়া যাবে।
No comments:
Post a Comment