Breaking

Monday, 17 December 2018

2 রানে জয়ী বলরামপুর একাদশ। Ballarampur XI won by 2 runs

 2 রানে জয়ী বলরামপুর একাদশ

https://www.tripal5.in/2018/12/2-ballarampur-xi-won-by-2-runs.html
Late নিতাই দাস মেমোরিয়াল কাপ 2018
 দিনহাটা সংহতি ময়দানে দিনহাটা শহর যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত Late নিতাই দাস মেমোরিয়াল কাপ 2018 নকআউট ক্রিকেট(Cricket) প্রতিযোগিতায় সোমবার প্রথম রাউন্ডের প্রথম খেলায় মাত্র 2 রানে চৌধুরীহাট আপপু সঙ্ঘকে হারিয়ে জয়ী হয় বলরামপুর একাদশ। টসে জিতে বলরামপুর একাদশ নির্ধারিত 14 ওভার ব্যাট করে 7 উইকেট হারিয়ে 74 রান করে। তাদের রণজিৎ 24রান করেন। আপপু সঙ্ঘের রাজেশ মোদক ভালো বোলিং করেন তিনি 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে আপপু সঙ্ঘ 14 ওভারে 72 রানে আটকে যায়। তাদের অনুপ ভালো ব্যাটিং করলেও তাদের দলকে জেতাতে ব্যার্থ হন।ফলে 2 রানে জয়ী হয় বলরামপুর একাদশ। তাদের প্রদীপ ভালো বোলিং এর প্রদর্শন করেন তিনি 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট দখল করেন।
read more....

শীতলকুচি একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কোচবিহার রেলঘুমটি একাদশ। Coochbehar Railghumti XI reached the quarterfinals

No comments:

//