2 রানে জয়ী বলরামপুর একাদশ
![]() |
Late নিতাই দাস মেমোরিয়াল কাপ 2018 |
দিনহাটা সংহতি ময়দানে দিনহাটা শহর যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত Late নিতাই দাস মেমোরিয়াল কাপ 2018 নকআউট ক্রিকেট(Cricket) প্রতিযোগিতায় সোমবার প্রথম রাউন্ডের প্রথম খেলায় মাত্র 2 রানে চৌধুরীহাট আপপু সঙ্ঘকে হারিয়ে জয়ী হয় বলরামপুর একাদশ। টসে জিতে বলরামপুর একাদশ নির্ধারিত 14 ওভার ব্যাট করে 7 উইকেট হারিয়ে 74 রান করে। তাদের রণজিৎ 24রান করেন। আপপু সঙ্ঘের রাজেশ মোদক ভালো বোলিং করেন তিনি 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে আপপু সঙ্ঘ 14 ওভারে 72 রানে আটকে যায়। তাদের অনুপ ভালো ব্যাটিং করলেও তাদের দলকে জেতাতে ব্যার্থ হন।ফলে 2 রানে জয়ী হয় বলরামপুর একাদশ। তাদের প্রদীপ ভালো বোলিং এর প্রদর্শন করেন তিনি 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট দখল করেন।
read more....
read more....
No comments:
Post a Comment