দিনহাটা সংহতি ময়দানে দিনহাটা(Dinhata)শহর যুব তৃণমূল কংগ্রেস আয়োজিতLate নিতাই দাস মেমোরিয়াল কাপ 2018 নকআউট ক্রিকেট(Cricket) প্রতিযোগিতায় সোমবার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় 16 রানে শীতলকুচি একাদশকে হারিয়ে জয়ী হয় কোচবিহার(Coochbehar) রেলঘুমটি একাদশ। টসে জিতেকোচবিহার(Coochbehar) রেলঘুমটি একাদশ নির্ধারিত 14 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 75 রান করে। তাদের প্রেম শাহ 15 রান করেন।জবাবে ব্যাট করতে নেমে শীতলকুচি একাদশ 14 ওভারে 9 উইকেট হারিয়ে 59 রান তুলতে সক্ষম হয়। ফলাফল 16 রানে জিতে কোচবিহার(Coochbehar) রেলঘুমটি একাদশ কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে।কোচবিহার(Coochbehar) রেলঘুমটি একাদশের প্রেম শাহ 3 ওভার হাত ঘুরিয়ে 11 রান খরচ করে 3 উইকেট দখল করেন।ব্যাট ও বলে ভালো প্রদর্শনের জন্য প্রেম শাহ ম্যাচের সেরা নির্বাচিত হন।
No comments:
Post a Comment