Breaking

Wednesday, 19 December 2018

কোয়ার্টার ফাইনালে G.K ইউনিট

কোয়ার্টার ফাইনালে G.K ইউনিট 

https://www.tripal5.in/2018/12/gk.html
Late নিতাই দাস মেমোরিয়াল কাপ 2018
দিনহাটা সংহতি ময়দানে দিনহাটা শহর যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত Late নিতাই দাস মেমোরিয়াল কাপ 2018 নকআউট ক্রিকেট(Cricket) প্রতিযোগিতায় বুধবার প্রথম রাউন্ডের,দিনের প্রথম খেলায় G.K ইউনিট, বিদ্রোহী ক্লাব কে একতরফা ভাবে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। 
 টসে জিতে বিদ্রোহী ক্লাব বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করলে তা ভুল প্রমাণ করে নির্ধারিত 14 ওভার ব্যাট করে 7 উইকেট হারিয়ে 157 রান করে G.K ইউনিট। তাদের সঞ্জীব মোদক দলের জন্য 62 রানের সুন্দর একটা ইনিংস উপহার দেন তাকে যোগ্য সহায়তা করেন তরুণ,তিনি 48 রান করেন।বিদ্রোহী ক্লাবের  হিরোণময় বর্মন ভালো বোলিং করেন তিনি 4 ওভারে 24 রান দিয়ে 4 উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে বিদ্রোহী ক্লাব 12 ওভারে মাত্র 31 রানে গুটিয়ে যায়। ফলে 126 রানে জয়ী হয়  G.K ইউনিট।ম্যাচের সেরা নির্বাচিত হন G.K ইউনিটের সঞ্জীব মোদক। 
Read more....

আইপিএল(IPL) 12 - 16 বছরের বাংলার প্রয়াসকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিয়ে চমক আরসিবি(RCB)-র 

শীতলকুচি একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কোচবিহার রেলঘুমটি একাদশ। Coochbehar Railghumti XI reached the quarterfinals

 2 রানে জয়ী বলরামপুর একাদশ। Ballarampur XI won by 2 runs


//