16 বছরের বাংলার প্রয়াসকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিয়ে চমক আরসিবি(RCB)-র
বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারী আইপিএল(IPL) 12 নিলামে যেখানে অবিক্রিত সেখানে মাত্র 16 বছর বয়সে এবারের আইপিএল (IPL) নিলামে বাংলার প্রতিশ্রুতিমান লেগস্পিনার প্রয়াস রায় বর্মন-কে নিয়ে চমক দেখা গেল। নিলামের টেবিলে তার দর কোটি টাকা ছাড়িয়ে গেল। কিংস এলিভেন পঞ্জাব ও আরসিবির মধ্যে দীর্ঘ দর কষাকষির পর আরসিবি 1.50 কোটি টাকার বিনিময়ে দলে নেয় বাংলার প্রয়াসকে। শুধু লেগ স্পিন নয় ব্যাট হাতে ও বেশ আক্রমণাত্মক প্রয়াস। তাহলে এবারের আইপিএলে শুধু বাংলার MD. Shami বা Wriddhiman Saha নয় প্রয়াসের দিকে নজর থাকবে বাংলার ক্রিকেট প্রেমিদের। বিরাট কোহলির নেতৃত্বে প্রয়াস আরসিবি(RCB)-র হয়ে কেমন পারফর্ম করতে পারে এখন সেটাই দেখার।
photo:Instagram
No comments:
Post a Comment