Breaking

Tuesday, 18 December 2018

আইপিএল(IPL) 12 - 16 বছরের বাংলার প্রয়াসকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিয়ে চমক আরসিবি(RCB)-র

16 বছরের বাংলার প্রয়াসকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিয়ে চমক আরসিবি(RCB)-র

 
https://www.tripal5.in/2018/12/ipl-12-16-rcb.html
প্রয়াস রায় বর্মন
বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারী আইপিএল(IPL) 12 নিলামে যেখানে অবিক্রিত সেখানে মাত্র 16 বছর বয়সে এবারের আইপিএল (IPL) নিলামে বাংলার প্রতিশ্রুতিমান লেগস্পিনার প্রয়াস রায় বর্মন-কে নিয়ে চমক দেখা গেল। নিলামের টেবিলে তার দর কোটি টাকা ছাড়িয়ে গেল। কিংস এলিভেন পঞ্জাবআরসিবির মধ্যে দীর্ঘ দর কষাকষির পর আরসিবি 1.50 কোটি টাকার বিনিময়ে দলে নেয় বাংলার প্রয়াসকে। শুধু লেগ স্পিন নয় ব্যাট হাতে ও বেশ আক্রমণাত্মক প্রয়াস। তাহলে এবারের আইপিএলে শুধু বাংলার MD. Shami বা Wriddhiman Saha নয় প্রয়াসের দিকে নজর থাকবে বাংলার ক্রিকেট প্রেমিদের। বিরাট কোহলির নেতৃত্বে প্রয়াস আরসিবি(RCB)-র হয়ে কেমন পারফর্ম করতে পারে এখন সেটাই দেখার। 

photo:Instagram

No comments:

//