রাহুল(গান্ধী) বাচ্চা ছেলে, বললেন মমতা
![]() |
রাহুল বাচ্চা ছেলে |
কিছুদিন আগে রাজ্য নির্বাচনি জনসভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার চারদিন পর প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
![]() |
Rahul Gandhi |
আক্রমণের পথে না গিয়ে করলেন কটাক্ষ। বুঝিয়ে দিলেন রাহুল বাচ্চা ছেলে। দীর্ঘদিন ধরে বিজেপি রাহুলকে পাপ্পু বলে কটাক্ষ করে । এবার মমতাও সেই ভাবে রাহুলকে কটাক্ষ করলেন।
গতমাসে সাংসদ তথা রাজ্যের লোকসভায় চিটফানড প্রসঙ্গ নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল সরকারকে, তিনি তৃণমূল সরকারকে চোর বলে সম্বোধন করেন। এতে ক্ষুদ্দ হয়ে সোনিয়া গাঁধীকে অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেন কিন্তু সোনিয়া গাঁধী বলেন রাজ্যস্তরে একে অপরকে আক্রমণ করা সম্পূর্ণ পৃথক বিষয়, তার সঙ্গে অন্য কিছুকে গুলিয়ে ফেলা ঠিক নয়। জবাবে মমতা বলেন আমরাও মনে রাখব। রাজ্যে প্রচারে এসে রাহুল বলেন সিপিআইএম - কে সরিয়ে তৃণমূলকে এনে কোন লাভ হয়নি। তিনি বলেন রাজ্যে একনায়কতন্ত্র চলছে, দিদি যা মনে করেন তাই করেন।
![]() |
Mamata Banerjee |
তার আক্রমণের জবাবে মমতা বলেন আমার কিছু বলার নেই রাহুল বাচ্চা ছেলে।
Photo source :Twitter
No comments:
Post a Comment