আগামী ৬ ই জুলাই বিখ্যাত পরিচালকের বয়ান রেকর্ড করবে পুলিশ
![]() |
Sushant Singh Rajput |
![]() |
SANJAY LILA BHANSALI |
এদিকে যশরাজ ফিল্মসের শানো শর্মাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। যশরাজের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ তথ্য সামনে আসেনি। সেই কারণেই তাঁকে ফের দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
অন্যদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে কঙ্গনা রানাউতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে যে খবর ছড়ায়, তা অস্বীকার করা হয়েছে বলিউড কুইনের টিম-এর তরফে। মুম্বই পুলিশ এ বিষয়ে কঙ্গনাকে কোনও কিছু জানায়নি বলে খবর। তবে সুশান্তের মৃত্যুর তদন্তে তিনি বয়ান রেকর্ড করাতে তৈরি বলে স্পষ্ট জানিয়েছেন কঙ্গনা।
No comments:
Post a Comment