Breaking

Friday, 3 July 2020

সুশান্তের মৃত্যুর তদন্তে আগামী ৬ ই জুলাই বিখ্যাত পরিচালকের বয়ান রেকর্ড করবে পুলিশ |Sushant Singh Rajput


আগামী ৬ ই জুলাই বিখ্যাত পরিচালকের বয়ান রেকর্ড করবে পুলিশ 

Sushant Singh Rajput
আগামী ৬ ই জুলাই সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ । ৬ ই জুলাই অর্থাত আগামী সোমবার জিজ্ঞাসাবাদের সময়ই বনশালির বয়ান রেকর্ড করা হবে বলে খবর। বনশালি ছাড়া আর কাকে কাকে জিজ্ঞসাবাদ করা হবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু খোলসা করে জানায়নি।
SANJAY LILA BHANSALI

এদিকে যশরাজ ফিল্মসের শানো শর্মাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। যশরাজের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ তথ্য সামনে আসেনি। সেই কারণেই তাঁকে ফের দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে কঙ্গনা রানাউতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে যে খবর ছড়ায়, তা অস্বীকার করা হয়েছে বলিউড কুইনের টিম-এর তরফে। মুম্বই পুলিশ এ বিষয়ে কঙ্গনাকে কোনও কিছু জানায়নি বলে খবর। তবে সুশান্তের মৃত্যুর তদন্তে তিনি বয়ান রেকর্ড করাতে তৈরি বলে স্পষ্ট জানিয়েছেন কঙ্গনা।

No comments:

//