2020 আইপিএলের স্পনসর কি তবে পতঞ্জলি?
লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনা দখলদারির পরই চিনা পণ্য বয়কটের ডাক উঠেছিল ভারতে। ক্রিকেটে সবচেয়ে বড় টুর্নামেন্ট আইপিএল-এর টাইটেল স্পনসর ভিভো-কে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। এরপরই আইপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় বিসিসিআই-এর। ফলে জল্পনা শুরু হয়েছিল এবার কারা আইপিএল টাইটেল স্পনসর হবে? এই জটিল পরিস্থিতিতে ক্রিকেটের এই মেগা ইভেন্টের সঙ্গে যুক্ত হতে বহু সংস্থাই কোমর বেঁধেছে। এই তালিকায় আচমকাই ভেসে উঠল বাবা রামদেবের কোম্পানি ‘পতঞ্জলি’। সর্বভারতীয় ইংরেজি বিজনেস দৈনিক ‘ইকোনমিক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালার এক বিবৃতি ঘিরেই এই জল্পনা তীব্র হয়েছে। তিনি জানিয়েছেন, ‘এবারের আইপিএলে আমরা টাইটেল স্পনসর হতে চাই। গোটা বিশ্বে পতঞ্জলি ব্র্যান্ডের বাজার তৈরি করাই আমাদের লক্ষ্য’। তিনি আরও জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আমরা প্রস্তাব পাঠানোর চিন্তাভাবনা করছি। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই চিনা পণ্য বর্জনের ডাক ওঠে সারা দেশ জুড়েই। এই পরিস্থিতিতে আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে ভিভোর থেকে যাওয়ায় সোশাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন অসংখ্য মানুষ। চাপের মুখে পড়ে ভিভো এবারের আইপিএল থেকে সরে যায়। সেই জায়গায় এবার আসতে চাইছে রামদেবের সংস্থা পতঞ্জলি। তবে বিশেষজ্ঞ মহলের মতে আইপিএল-এর সঙ্গে যুক্ত হতে পারলে বিপুল লাভ হবে রামদেবের সংস্থার।
source:calcutta news
No comments:
Post a Comment