কবিতা
"ফরেজ"
মানস রায়
চার দিকে থিক থিক করে
কংক্রিট,
শহুরে কবির মন খারাপ হয়
প্রশ্বাস এর মত হাতরায়
সেই রং,
তোমার আমার মহানগরীর
উঁচু উঁচু ইমারতে,
আঁকা থাকবে উদ্যান
হয়ত সেরে উঠবে অসুখ
কৃত্রিমতার হিপনোটিজমে।
কবি পরিচিতি
মানস রায়, ১৯৯৫ সনের ২২ এ সেপ্টেম্বর কোচবিহার
জেলার দিনহাটা মহকুমার গোসানীমারির একটি গ্রামে জন্মগ্রহণ করেন। শারীরবিদ্যায় স্নাতকোত্তর
মানসের লেখা লিখি তে আগ্রহ সেই ছোট বেলা থেকেই। অবসর যাপনে তার প্রধান সঙ্গীই হল গানবাজনা
ও লেখালিখি। স্থানীয় ইতিহাস ও রাজবংশী ভাষা বিষয়ক লেখালিখিতেও তার সমান আগ্রহ। সম্পাদনা
করছেন "সাহিত্য শ্রবনিকা" নামের একটি অনলাইন ম্যাগাজিনের ও।
*লেখা পাঠান এই ঠিকানায়
WhatsApp - +919749257572
+918116603740
+918116603740
No comments:
Post a Comment