Breaking

Saturday, 15 August 2020

ধোনি কাহানি - মানস রায় | Dhoni kahani Manas Roy

 ধোনি কাহানি - মানস রায় 

MS DHONI

ঝাঁকড়া চুল ওয়ালা লম্বা ছেলেটার হেলিকপ্টার শটের ঘূর্ণি তে দেশ বাসী যখন সবেমাত্র বুঁদ হতে আরম্ভ করেছিল , আমি তখন নিতান্তই  ছেলে মানুষ, একজন স্কুল পড়ুয়া। কুড়ির বিশ্বকাপ এর সেই রঙিন দৃশ্য গুলোই হোক কিংবা দেশের মাটিতে ইংরেজ দের দুরমুশ করবার পর সতীৰ্থ যুবরাজ সিংহের সাথে বাইকে করে মাঠ পরিক্রমার দৃশ্য, প্রত্যেক মাহি ভক্তের মতই আমার স্মৃতিতেও সেগুলি যথেষ্ট উজ্জ্বল।

ঝাড়খণ্ড এর রাজধানী শহর রাঁচি থেকে স্বপ্নের উড়ান দেওয়া এহেন ভদ্র লোকটি মাঠ হোক বা মাঠের বাইরে, সর্বত্রই নিজেকে উপস্থাপন করেন একটু ব্যতিক্রমী ভঙ্গিমায় । নাহলে আপনি ই ভাবুন তো, ২০০৭ এর কুড়ির বিশ্বকাপে শেষ ওভারের ওইরকম উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তে নাম গোত্র হীন যোগীন্দর শর্মার হাতে, কোন বিশ্বাসে তিনি সাদা বল খানি তুলে দিয়েছিলেন। আসলে তিনি সত্যিই জহুরি, একজন দক্ষ দলনেতা, সোনা পরখ করতে একদমই ভুল হয়না তার । কমবেশি তার প্রত্যেক টি পদক্ষেপেই আমরা সেরকমই ইঙ্গিত পাই।

2007 t20 world cup

নিঃশব্দে ছেড়েছিলেন টেস্ট ক্রিকেট, হয়ত সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় নিজেকে আরও ক্ষুরধার করে তুলবার জন্য। কিন্তু ২০১৯ এর বিশ্বকাপের পর নিজেকে পরিবেশন করার তেমন সুযোগ তিনি পাননি বললেই চলে। চুপিসারে পড়ে ফেলেছিলেন দেওয়াল লিখন টিও।

কুড়ির বিশ্বকাপ জয় করেই শুরু হয়েছিল তার স্বপ্নের দৌড়। আর এবারের দুই হাজার কুড়ি তো, সত্যি সত্যিই স্বপ্ন ভঙ্গের বছর, তাই তিনি হয়ত মনে করেছেন কুড়িতেই ইতি টানা ভালো।

MS DHONI(2019)

এবারেও তাই নিজস্ব ঢঙে কোনোরকম আগাম পূর্বাভাস ছাড়াই ইতি ঘোষণা করলেন নিজের ক্রিকেট কেরিয়ারের। এটা শুধু মাত্র এম. এস ধোনির পক্ষেই সম্ভব।

তবে চ্যাম্পিয়ন দের কেরিয়ারের ইতি একেবারে পড়ে না, অচিরেই হয়ত সকল কে অবাক করে আবার নতুন কোনো অন্য শুরুর খবর নিশ্চই শোনাবেন ভক্তদের।

তিন তিনটি আন্তর্জাতিক ট্রফি সমেত আরও অনেক অনেক কৃতিত্বের জন্য, দেশবাসী তো বটেই, এই গ্রহের অনেক ক্রিকেট ভক্তদের হৃদয়ে সম্রাটের আসনেই থাকবে একটি নাম -এম. এস. ধোনি।No comments:

//