কবিতা
“ভ্রুনের স্বপ্ন ভঙ্গ”
অপর্ণা পণ্ডিত (ব্যারাকপুর, সি, এম,ডি এ নগর )
প্রথম টেষ্ট, জানলো মা,খুব
শিগগির আসছে
চাঁদের কণা, খোকন সোনা, ঘরে যে আমার
চাঁদের কণা, খোকন সোনা, ঘরে যে আমার
রোজই স্বপ্নের
দেশে,আমি বলি কেমন আছ মা?
তুমি কবে আনবে
কাছে, তোমার স্নেহের ছাযায়।
আদর করে চুমু দেবে,জড়িয়ে ধরে ঘুম
পাড়াবে
রাতের বেলায় গল্প
বলবে, ঘুম পাড়ানির গান।
সন্ধ্যে বেলায়
ডালের ফাঁকে, আবছা আলো মুখপানে ।
ভাবছো মা, রুগ্ন ঘরে,
চালের ভাড়া শূণ্য বলে।
আমি বলি মা ভাবছো কেন? তোমরা যা খাও
আমিও তাই ।
বড় হলে ঘুচিয়ে দেব,
মুছে দেব অশ্রুকনা।
আমি যখন উঠোন জুড়ে,
খেলা করবো বিকাল বেলায়,
মনের দুঃখ ভুলে
যাবে, চোখের পাতায়,ঠোঁটের কোণায়।
বটের ঝুরি দোলনা
করে,দুলবো যখন আবছায়াতে
মা খুজে কয়, খোকন
সোনা, সন্ধ্যে বেলায় বিপদ আছে।
গাছের আড়ে শুকনো
পাতা খসখস,আমি বলি টুকি,
এদিক ওদিক খুঁজে
বেড়াও ভয়ে ভয়ে গাছের ফাঁকে ।
আমি যদি ডাক্তার
হই,মানুষের সেবা করবো তখন
আর যদি শিক্ষাক হই,
তোমায় পড়া শেখাব প্রথম ।
তুমি যখন ছোটবেলায়
আমায় বলবে পড় পড়
না পারলে, গোলগাল চোখ,
দেখাবে রাগ,করবে শাসন ।
চক্ষু দুটি ঘুমের
মতো,ঠোঁট ফুলিয়ে কাঁদবো যখন
বুকে জড়িয়ে আদর করে
বলবে আমায় আয় বাছাধন ।
রোজ দুপুরে ,ঘুমের
আগে আড়মোড়া দেই
অনধ ঘরে
পেটের উপর হাত
বুলিয়ে ভালো থেকো বলো আমায়।
বাসন মাজ পুকুর
ঘাটে, রোজ দুপুরে যেমন করে,
আজও তেমনি, কিন্তু
মা ঝপাৎ করে পড়লে ঘাটে।
সারা শরীর ঝাঁকিয়ে
দিয়ে, ঝড় বয়ে যায় অনধ ঘরে,
রক্ত কনা ছিন্ন
ভিন্ন, বড় যন্ত্রণা, বড় কষ্ট ।
ওমা তুমি
কোথায়?পৃথিবীর আলো হল না দেখা
ইচ্ছে ছিল দূর
করবো,চোখের কোনে জলের কনা।
আবার যদি ইচ্ছে কর,
আসবো ফিরে ঘরে তোমার
জড়িয়ে ধরে আদর
করবো,বলবো মা,মা আমার ।।
*লেখা পাঠান এই ঠিকানায়
WhatsApp -
+919749257572
+918116603740
No comments:
Post a Comment