Breaking

Monday, 10 August 2020

শ্রীময়ী মুখার্জীর কবিতা - ফিরে দেখা ছেলেবেলা | poem

 কবিতা


''ফিরে দেখা ছেলেবেলা''

 শ্রীময়ী মুখার্জী

শ্রীময়ী মুখার্জীর কবিতা - ফিরে দেখা ছেলেবেলা | poem

শ্রীময়ী মুখার্জী


 কেমন আছিস?

কোথায় আছিস?

আমার  ছেলেবেলা----

,কার সঙ্গে আছিস?

আমার ছেলেবলা---- 

আমায় বুঝি ভুলে গেলি?

দুষ্টু  ছেলেবেলা-----

 

এখনো কী আর আগের মতো, 

সূর্য ডোবার পরেই ফিরিস?

বৃষ্টিভেজা মাঠে খেলা,

তারপর, মায়ের বকুনি?

আচ্ছা,এখনো কি পড়তে বসে ঢুলিস?

 

নামতার পাতায়, দুই-এক্কে-দুই  আর তিন-চারে বারোর বদলে অন্য সংখ্যা,

তখনি পিঠে পড়তো

এক কষিয়ে চিরুনির বাড়ি;

মনে আছে ছেলেবেলা? 

 

রাত বাড়লেই দিদার গল্পে আসে,

এখনো কোনো রাজপরী?

এখনো কী গরম পড়লেই

 কড়া দুপুরে বেড়োস

আম চুরি করতে?

ধরা পরলেই দে ছুঁট;

আমার ছেলেবেলা....

এখনো কি তেমনি আছিস

 আমার ছেলেবেলা.....!!!

 

এখনো কি মেঘলা আকাশ মাথায় নিয়ে,

পুকুরে ঝুপ করে লাফিয়ে স্নান করতে যাস?

তারপর, দুপুরে ভাত খেয়েই এখনো যাস সেই মিঠির বাড়ি?

সেখানে গিয়ে পুতুল খেলিস?

হয় তোদের দেখা?  

 

ছেলেবেলা.....

আজ অনেক টা পথ পেরিয়ে এসেছি,

আজ তোর হাত ছেড়ে,

অন্য হাতে হাত রেখেছি,

তোর কাছেই রেখে এলাম

সব খেলার জিনিস,

তোর কাছেই রেখে এলাম

আমার ছেলেবেলা....

 

আজ আর সমাজ

সেই রকম নেই বড্ড অদ্ভুত,

জানিস  ছেলেবেলা?

দেখিস আবার ফিরবো আমরা,

আবার মেঘ, মাটি,নদী,পাখির

খোঁজ নেব আমরা,

রাগ করিস না ছেলেবেলা,

আবার দেখা হবে আমাদের,

আবার ফিরবো আমরা।

 

রাত পোহালেই নতুন ভোরে

ছুট্টে যাব আমরা,

আবার সেজে উঠবে নতুন সাজে।

রাগ করিস না ছেলেবেলা..... 

 

এখন যাই? আবার কথা হবে,

আবার আসবো ফিরে,

ভালো থাকিস,আমার ছেলেবেলা!!!


 

                           কবি পরিচিতি 

শ্রীময়ী মুখার্জী, জন্ম:১৯৯৭ সালের ২৮ জুলাই।   নিবাস: নিউ আলিপুর( সাউথ কলকাতা ).. ছাত্রী জীবন কাটে সাহাপুর গার্লস হাই স্কুল 

লেখালেখিতে মন থাকলেও ওকালতি কেই নিজের পেশা হিসেবে বেছে নেন। 

       কল্পনাহীন নিখুঁত বাস্তবিক এই পেশায় যুক্ত থাকার ফলে বহু বিচিত্র ঘটনার সম্মুখীন হয় এবং ধীরে ধীরে আবার কলম হাতে উঠে আসে। ওকালতি ও লেখালেখির পাশাপাশি চলতে থাকে ভারতনাট‍্যম্ ও রবীন্দ্রনৃত‍‍্যের প্রশিক্ষণ। আবৃতি ও সাহিত্যচর্চা তেও রুচি রাখেন। 

    কোনো একটি বিষয়ে নিয়ে সীমাবদ্ধ না থেকে সামাজিক, প্রাকৃতিক ইত্যাদি বিষয় লিখতে আগ্রহী।।।


*লেখা পাঠান এই ঠিকানায়

Email-srobonika@gmail.com

WhatsApp - +919749257572 

                      +918116603740

 

আরো পড়ুন……


No comments:

//