Breaking

Monday, 3 August 2020

অপর্ণা পণ্ডিতের কবিতা - ফুলরাখী | Poem

কবিতা                                  

ফুলরাখী

         অপর্ণা পন্ডিত (সি, এম, ডি, এ, নগর , ব্যারাকপুর)

অপর্ণা পণ্ডিতের কবিতা - ফুলরাখী | Poem

ফুলের পাপড়ি দিয়ে হৃদয়ে যতনে

গেঁথেছি পূর্ণিমার রাখী।

জন্মেছি  যখন যেতে হবে জানি

ভুলতে দেব না সে কথাটি মানি।

সৌহার্দ্য  মানবিকতা ভাতৃবোধ

ভালোবাসা থাক অটুট।

বেঁধে রাখবো রাখীর বাঁধনে

ছাড়বো  না কোনদিন কোন ক্ষনে ।

কোন দিন যদি হয় ছাড়াছাড়ি

বাড়ে যদি মতবিরোধ,

এই বন্ধনে মুছে যাবে সব

মনের  দুঃখ রোষ ।

মাথার ভোমরা পোকাগুলি

যদি কাছেকে করে দূর,

ফুলপাপড়ির রাখী বন্ধন

জীবনকে করুক  মধুর ।


*লেখা পাঠান এই ঠিকানায়
WhatsApp - +919749257572 

                                  +918116603740


 

 


No comments:

//