কবিতা
ফুলরাখী
অপর্ণা
পন্ডিত (সি, এম, ডি, এ, নগর , ব্যারাকপুর)
![]() |
গেঁথেছি পূর্ণিমার রাখী।
জন্মেছি যখন যেতে হবে জানি
ভুলতে দেব না সে কথাটি মানি।
সৌহার্দ্য মানবিকতা ভাতৃবোধ
ভালোবাসা থাক অটুট।
বেঁধে রাখবো রাখীর বাঁধনে
ছাড়বো না কোনদিন কোন ক্ষনে ।
কোন দিন যদি হয় ছাড়াছাড়ি
বাড়ে যদি মতবিরোধ,
এই বন্ধনে মুছে যাবে সব
মনের দুঃখ রোষ ।
মাথার ভোমরা পোকাগুলি
যদি কাছেকে করে দূর,
ফুলপাপড়ির রাখী বন্ধন
জীবনকে করুক মধুর ।
No comments:
Post a Comment