Breaking

Saturday, 1 August 2020

সিদ্ধার্থ বাসুর কবিতা - পরিণতি | poem


কবিতা

পরিণতি 
সিদ্ধার্থ বাসু 
সিদ্ধার্থ বাসুর কবিতা - পরিণতি | poem
সিদ্ধার্থ বাসু
            
অন্ধকারময় এ বিশ্বমাঝারে,
শ্বাস নেওয়া বড় কঠিন;
প্রকৃতি ডুবছে কঠিন আঁধারে,
আজ বেঁচে থাকা সমীচীন।
বিশ্বাস, আজ বড়ই ঠুনকো-
আলগা হয়েছে বাঁধন;
মানব সমাজে শুধু হানাহানি,
থমকে গিয়েছে জীবন।
ক্ষুধার জ্বালায় ছুটছিল ,
এক গর্ভবতী মা;
হেরে গিয়েছিল জীবনযুদ্ধে
নিজেকে করতে পারেনি ক্ষমা।
বীভৎসতার সেই দৃশ‍্য দেখে,
উল্লাসে মেতেছিল যারা,
ছিন্ন করেছিল মানবতার শেষ বন্ধনটুকু;
যুগ যুগ ধরে বেঁচে যায় তারা,
বয়ে নিয়ে চলে তাদের এই নোংরা জীবনধারা।

কবি পরিচিতি 

সিদ্ধার্থ বাসু, কোচবিহারে জন্ম ১৯৯৪ সালের ৯ ই নভেম্বর। বেড়ে ওঠা এই রাজ শহরেই, জেনকিন্স স্কুলের গন্ডী ছাড়িয়ে প্রথমে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় থেকে শারীরবিদ‍্যায় (সাম্মানিক) স্নাতক ও পরবর্তী কালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত , চিত্রকলা ও ভাস্কর্যের প্রতি টান ছোট থেকেই। পাশাপাশি চলে সাহিত্যের প্রতিঝোঁক, সমকলীন সমাজ কে নিয়ে লেখিলেখিতেই বেশি আগ্রহী।



*লেখা পাঠান এই ঠিকানায়
WhatsApp - +919749257572 

                                  +918116603740


No comments:

//