কবিতা
'সভ্যতার দেবতা'
সিদ্ধার্থ বাসু
![]() |
অঙ্কন শিল্পী- অভ্রতনু গাঙ্গুলী |
বিপন্ন সভ্যতা ,
ধ্বংস দেখেছে বারবার;
যুদ্ধ দেখেছে অনন্ত।
হিংসার সাথে, লড়তে লড়তে;
আজ সে ক্লান্ত।
কালচক্রের জটিল পাশে,
আজও লড়ে চলেছে সে;
এক ভয়াল ত্রাসের সাথে-
মানুষকে বাঁচাতে, মানুষের পাশে দাড়িয়ে।
তবু সভ্যতা, নিজে বাঁচতে চায়;
বাঁচতে চায় অফুরান প্রাণশক্তি নিয়ে।
বিশাল এই প্রাণহীন শবের মাঝে;
সে খুঁজে পেয়েছে তোমাকে-
'জীবন দেবতা ' রূপে।
তুমি যে মৃত্যুর চেয়ে বড় ;
হে 'মৃত্যুঞ্জয়'-
এই সত্যই ,আজ তার বড় প্রিয়,
এ সত্যের জোড়েই আজও;
সে লড়াই করে;
মৃত্যুমিছিলে, একা দাঁড়িয়ে।
হাতে তার 'গীতবিতান',
আর মনেতে শুধুই রবীন্দ্রনাথ।
কবি পরিচিতি
সিদ্ধার্থ বাসু, কোচবিহারে জন্ম ১৯৯৪ সালের ৯ ই নভেম্বর। বেড়ে ওঠা এই রাজ শহরেই, জেনকিন্স স্কুলের গন্ডী ছাড়িয়ে প্রথমে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় থেকে শারীরবিদ্যায় (সাম্মানিক) স্নাতক ও পরবর্তী কালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত , চিত্রকলা ও ভাস্কর্যের প্রতি টান ছোট থেকেই। পাশাপাশি চলে সাহিত্যের প্রতিঝোঁক, সমকলীন সমাজ কে নিয়ে লেখিলেখিতেই বেশি আগ্রহী।
*লেখা পাঠান এই ঠিকানায়
Email-srobonika@gmail.com
WhatsApp - +919749257572
+918116603740
No comments:
Post a Comment