কবিতা
''রূপকথা নয়''
তন্ময় দেব
![]() |
তন্ময় দেব |
একপশলা মনখারাপ জাঁকিয়ে বসল জানালার ধারে
তুমি উদাসী চোখে দেখছ নিজের হেরে যাওয়া
হাতছাড়া হয়ে যাচ্ছে শেষ সম্বলটুকু
ঠিক এমন পরিস্থিতিতে এসে গল্প মোড় নিচ্ছে
কেউ দড়ি ছুঁড়ে দিয়েছে তোমার কুয়োবদ্ধ জীবনে
তুমি আপ্রাণ চেষ্টা করে চলেছ উঠে আসার
সারা গায়ে ছোপ ছোপ শ্যাওলা
নুনছাল উঠে গিয়ে রক্ত ঝরছে তবুও তুমি থামছ না
আর সামান্য পথ বাকি
ওই তো আলোর রেখা
কেউ একটা হাত বাড়িয়ে রেখেছে তোমাকে ধরার আশায়
তুমি এইবার চিনতে পেরেছ সব মানুষই বিশ্বাসঘাতক নয়
স্পষ্ট দেখতে পেলে তোমার এলোমেলো চুলে
তিনটি রামধনু রঙের প্রজাপতি এসে বসল
কবি পরিচিতি
আলিপুরদুয়ার নিবাসী তরুণ কবি তন্ময় দেব
এর কাছে কবিতা মানে বাঁচার আশ্রয়। ভাবনা গুলো ডাল পালা মেলে প্রকাশ পায় তার কবিতার
ডায়েরি তে। লেখালিখি করেন বিভিন্ন পত্র পত্রিকায়।ভালোবাসেন ঘুরতে, ফাস্টফুড খেতে আর
নতুন জিনিস এক্সপ্লোর করতে। ফটোগ্রাফি ও তার প্ৰিয় নেশার মধ্যে একটি।
*লেখা পাঠান এই ঠিকানায়
WhatsApp -
+919749257572
+918116603740
No comments:
Post a Comment