Breaking

Saturday, 1 August 2020

তন্ময় দেবের কবিতা- রূপকথা নয় | poem


কবিতা
  ''রূপকথা নয়''
                                তন্ময় দেব
তন্ময় দেবের কবিতা- রূপকথা নয় | poem
তন্ময় দেব 
একপশলা মনখারাপ জাঁকিয়ে বসল জানালার ধারে
তুমি উদাসী চোখে দেখছ নিজের হেরে যাওয়া
হাতছাড়া হয়ে যাচ্ছে শেষ সম্বলটুকু 
ঠিক এমন পরিস্থিতিতে এসে গল্প মোড় নিচ্ছে

কেউ দড়ি ছুঁড়ে দিয়েছে তোমার কুয়োবদ্ধ জীবনে
তুমি আপ্রাণ চেষ্টা করে চলেছ উঠে আসার
সারা গায়ে ছোপ ছোপ শ্যাওলা
নুনছাল উঠে গিয়ে রক্ত ঝরছে তবুও তুমি থামছ না 

আর সামান্য পথ বাকি
ওই তো আলোর রেখা
কেউ একটা হাত বাড়িয়ে রেখেছে তোমাকে ধরার আশায়

তুমি এইবার চিনতে পেরেছ সব মানুষই বিশ্বাসঘাতক নয় 
স্পষ্ট দেখতে পেলে তোমার এলোমেলো চুলে
তিনটি রামধনু রঙের প্রজাপতি এসে বসল


                          কবি পরিচিতি
আলিপুরদুয়ার নিবাসী তরুণ কবি তন্ময় দেব এর কাছে কবিতা মানে বাঁচার আশ্রয়। ভাবনা গুলো ডাল পালা মেলে প্রকাশ পায় তার কবিতার ডায়েরি তে। লেখালিখি করেন বিভিন্ন পত্র পত্রিকায়।ভালোবাসেন ঘুরতে, ফাস্টফুড খেতে আর নতুন জিনিস এক্সপ্লোর করতে। ফটোগ্রাফি ও তার প্ৰিয় নেশার মধ্যে একটি।

*লেখা পাঠান এই ঠিকানায়
WhatsApp - +919749257572 
           +918116603740

No comments:

//