Breaking

Monday, 3 August 2020

সুব্রত আচার্য্যের কবিতা - মা | Poem

 কবিতা                                      

                                 ' মা '

সুব্রত আচার্য্য

 

সুব্রত আচার্য্য


মা তোর কোলেতে জন্ম জগতের

তোর কোলেতেই উন্মুক্ত হয় নয়নের ।

মা তুইতো বেদপুরাণের গরিমা

তুইতো মহাকাব্যের গাঁথা ।

মা তুইতো পরিবারের ভিত্তি ভূমি

তোর দেওয়া কপালে টিকা

মৃত্যুও আসার আগে দুবার ভাবে ।

মা তোর হাতের স্পর্শে

দুই টুকরো রুটিও প্রাসাদেররূপ নেয়

মা তোর চরণের স্পর্শে জল

গঙ্গা জলে পরিণত হয় ।

মা তুইতো ঘরের উঠানের

তুলসীর স্বরূপ ।

তোর দেওয়া জলে

চারাও বটবৃক্ষে পরিণত হয়।

মা তোরই অপমানে

ভূমির হৃদয় পর্যন্ত কান্দে।

মানব সমাজের আধুনিকীকরণে

ঘর স্বরূপ রাজপ্রাসাদে

গৃহপালিত রাখতে পারে,

রাখতে পারে না মাতৃস্বরূপ দেবীকে,

মায়েদের স্থান হয় রাস্তার ধারে কিংবা বৃদ্ধাশ্রমে

স্বার্থপরতার মনোভাবে।

মাকেও ভাগাভাগি করতে সম্পত্তি স্বরূপ

এক মুহূর্ত দ্বিধাবোধ করে না ।

তোকে মন্দিরের দেবীর স্থান থেকে

অকথ্য ভাষাতে পর্যন্ত নিয়ে আসে।

মা তুইতো মানুষ সরোবরের মত মমতাময়ী

তবুও  তুই  এত  কেন  নির্বোধ ?

 

 

 

 কবি পরিচিতি

সুব্রত আচার্য্য, জন্ম ১৯৯৩ সালের ১৩অক্টোবর, বাঁকুড়া জেলায়।বেড়েওঠা বাঁকুড়া জেলা জয়পুর গ্রামে । জয়পুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে প্রথমে নেতাজি মহাবিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে স্নাতক পরবর্তীকালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর লাভ করে। সমকালীন সমাজকে নিয়ে লেখা কয়েকটি গ্রন্থ হল- সমাজতত্ত্ব এবং সামরিক ঘটনাবলী, শিক্ষা ব্যবস্থাপনা, উনবিংশ শতকের শিক্ষার ইতিহাস ইত্যাদি।


*লেখা পাঠান এই ঠিকানায়
WhatsApp - +919749257572 

                                  +918116603740


 


No comments:

//